অনলাইনে রিটার্ন জমায় করদাতাদের প্রশিক্ষণ দেবে এনবিআর

প্রতিবেদক: অনলাইন রিটার্ন জমার সুবিধা নিশ্চিত করতে করদাতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে আজ মঙ্গলবার এনবিআরের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী করদাতাদের নির্দিষ্ট একটি ওয়েবসাইট লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদন করার সময় করদাতাদের নিজেদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ও প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করতে হবে। ফরম পূরণের পর সাবমিট করলে পরে এনবিআর থেকে ই-মেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বছর সব করদাতাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দাখিল করতে হয়।

গত বছর থেকে ধাপে ধাপে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রভুক্ত ব্যক্তি করদাতা, সারা দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য ইতিমধ্যেই এই নিয়ম কার্যকর হয়েছে। গতবার ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন।

এখন ঘরে বসেই অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাবে। একই সঙ্গে করদাতারা কর পরিশোধও করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ ছাড়া একই অনলাইন ব্যবস্থা ব্যবহার করে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ এবং টিআইএন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।