
প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য বাড়ানো হবে ৭৫০ টাকা। এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এই তথ্য আজ রোববার প্রকাশ করা হয়েছে। এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। পূর্বের প্রজ্ঞাপন অনুসারে চাকরিজীবীদের ন্যূনতম বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১ হাজার টাকা এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ৫০০ টাকা, যা এখন যথাক্রমে ১ হাজার ৫০০ ও ৭৫০ টাকায় বৃদ্ধি পেয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কাজ হয়েছিল। তবে সরকার মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দেয়। বিশেষ সুবিধা ১ জুলাই থেকে কার্যকর হবে এবং বেতন গ্রেডভেদে গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত ১০ শতাংশ, আর গ্রেড-১০ থেকে ২০ পর্যন্ত ১৫ শতাংশ হিসেবে প্রযোজ্য হবে।
এই বিশেষ সুবিধা জাতীয় বেতন কাঠামোর আওতায় থাকা সরকারি বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীর চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য প্রযোজ্য। অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের বেতনের ওপর এই সুবিধা পাবেন। তবে যারা সম্পূর্ণ পেনশন ত্যাগ করেছেন কিংবা বিনা বেতনে আছেন, তারা এ সুবিধা পাবেন না।
অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা খাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা। এতে অবসর ভাতা ও সঞ্চয়পত্রের সুদ অন্তর্ভুক্ত নয়। গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ৯০ হাজার ৪৬৮ কোটি টাকা।