অবসরে যাওয়া ব্যাংকারদেরও এমডি হওয়ার সুযোগ দেবে নতুন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক নীতিমালা

প্রতিবেদক: সরকারি কোম্পানি ও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে সততা ও সুনামের সঙ্গে কাজ করা অবসরে যাওয়া ব্যাংকাররাও এখন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে পারবেন। এ জন্য বিদ্যমান রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের শীর্ষ পর্যায়ের কিছু পদে নিয়োগ–সংক্রান্ত নীতিমালা বদলে নতুন নীতিমালা প্রণয়ন করছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন নীতিমালার নাম হবে ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৫’।

নতুন নীতিমালায় প্রথমবারের মতো এমডি, ডিএমডি ও জিএম নিয়োগের জন্য গোয়েন্দা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন বাধ্যতামূলক করা হচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় প্রতিবেদন নেওয়া হলেও নীতিমালায় তা স্পষ্টভাবে উল্লেখ নেই। অবসরে যাওয়া ব্যাংকারদের মধ্যে ৬৫ বছরের কম বয়সী সাবেক ব্যাংকারদেরও এমডি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে সম্মতি দিয়েছে।

বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি নিয়োগ হয় সংস্থার বিদ্যমান এমডি বা ডিএমডি থেকে। নতুন নীতিমালায় অবসরে যাওয়া এমডি ও ডিএমডিদেরও বাছাই তালিকায় রাখা যাবে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, এমডি হতে হলে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। এছাড়া এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় নির্দিষ্ট জিপিএ মান পূরণ করতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর শিক্ষা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

নতুন নীতিমালায় এমডি হওয়ার জন্য ন্যূনতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিএমডি হিসেবে দুই বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এছাড়া বাছাই কমিটি বদলে সাত সদস্যের হবে। অর্থমন্ত্রী কমিটির চেয়ারম্যান থাকবেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং জনপ্রশাসন সচিব সদস্য থাকবেন। নিয়োগ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা।

ডিএমডি ও জিএম নিয়োগেও নিয়ম পরিবর্তন আনা হচ্ছে। ডিএমডি হওয়ার জন্য ২০ বছরের অভিজ্ঞতা, এর মধ্যে জিএম হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। জিএম পদে ১৮ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, যার মধ্যে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সরাসরি উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ডিএমডি ও জিএম পদে অভিজ্ঞতার শর্তও কঠোর করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালা অবসরে যাওয়া ভালো ব্যাংকারদের জন্য এমডি হওয়ার সুযোগ তৈরি করবে এবং সৎ, নিষ্ঠাবান ও পরীক্ষিত ব্যাংকারদের অভিজ্ঞতা কাজে লাগাতে সাহায্য করবে।