অর্থনীতি ‘খাদের কিনারা’ থেকে ফিরেছে, তবে এখনো নিরাপদ চূড়ায় নয় — অর্থ উপদেষ্টা

In শেয়ার বাজার
August 13, 2025

প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ‘খাদের কিনারা’ থেকে ফিরেছে, তবে এখনো নিরাপদ পাহাড়ের চূড়ায় পৌঁছায়নি। কিছুটা স্বস্তি ফিরলেও আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থায় অর্থনীতি নেই।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সমতাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায়। এ সময়ে বড় কিছু সংস্কার শুরু করা হয়েছে, বাকিটা নির্বাচিত সরকার সম্পন্ন করবে। আগের সরকারের আমলে অব্যবস্থাপনা, দুর্নীতি, সুশাসনের অভাব ও অর্থপাচারের কারণে অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছিল। সেই অবস্থা থেকে উন্নতির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত বছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ১৪ শতাংশ, যা এ বছরের জুলাইয়ে কমে ৮ শতাংশে নেমেছে। শিগগিরই এটি ৬ শতাংশে নামবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিকে চিকিৎসার উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে আইসিইউ হয়ে এখন কেবিনে ফিরছে, তবে এখনো বাড়ি ফেরেনি। আগামী জানুয়ারির মধ্যে অর্থনীতি ‘ওয়ার্ডে ফেরার’ মতো সুস্থ হবে।’’

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, সরকারের টাস্কফোর্স এ নিয়ে কাজ করছে, পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে এবং আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিদেশ থেকে অর্থ ফেরত আনা দেশের অভ্যন্তরের তুলনায় অনেক কঠিন।

এক বছরের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, রিজার্ভ সংকট ও বৈদেশিক বিনিয়োগের ধীরগতি—এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে ফিরছে। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩.৯৭ শতাংশ, যা চলতি অর্থবছর শেষে ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।