অর্থনৈতিক পরিস্থিতি ভালো, আইএমএফ ঋণ না পাওয়ার পরও সমস্যা হবে না: ড. আহসান মনসুর

প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ বর্তমানে বাংলাদেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজনীয় নয়। তিনি আরও বলেন, আইএমএফের ঋণের কিস্তি না পাওয়া গেলেও বাংলাদেশের অর্থনীতির কোনো ক্ষতি হবে না এবং অর্থনীতি যেভাবে চলছে, সেভাবেই চলবে।

গত শুক্রবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. আহসান মনসুর। তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য হল নিজস্ব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার স্বাধীনভাবে বাস্তবায়ন করা।

চলতি মাসে ঢাকায় আইএমএফের প্রতিনিধি দলের সফরে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার ছাড়ের বিষয়ে কোনো সুরাহা হয়নি। মুদ্রার বিনিময় হার এবং কর আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আইএমএফের কোনো সমঝোতা হয়নি। বর্তমানে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সাক্ষাৎকারে ড. আহসান মনসুর বলেন, বাংলাদেশে চলমান সংস্কার নিয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে বিশ্বে একটি ঝড় বইছে এবং তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে পড়বে, তা নিয়ে পর্যালোচনা চলছে। এজন্য আইএমএফ কিছুটা পিছিয়ে রয়েছে এবং এর ফলে ঋণের কিস্তি নিয়ে তাদের সঙ্গে সমাধানের গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। তবে, ঋণ না পাওয়া গেলেও বাংলাদেশের অর্থনীতির চলমান পরিস্থিতি অব্যাহত থাকবে।”

গভর্নর আরও বলেন, “কর রাজস্বের বিষয়ে কোনো সমস্যা নেই, তবে বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিয়ে কিছু বাধা রয়েছে। তবে বর্তমানে বাজার স্থিতিশীল এবং বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি করতে হচ্ছে না, বাজারে হস্তক্ষেপও করা হচ্ছে না।

ড. আহসান মনসুর আরও বলেন, “আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যাইনি, যেখানে ঋণ নিতেই হবে। ঋণ না নিলে কোনো সমস্যা হবে না, তবে যদি শর্ত গ্রহণযোগ্য হয়, তখনই ঋণ গ্রহণ করা হবে।”

তিনি বলেন, প্রকল্প ঋণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে বাজেট সহায়তার জন্য আইএমএফের প্রত্যয়ন প্রয়োজন। তবে, তিনি বলেন, বাজেট সহায়তা না নেওয়ার চেষ্টা করা উচিত, কারণ প্রকল্প ঋণ বিনিয়োগের মাধ্যমে সামাজিক ও আর্থিক রিটার্ন পাওয়া যায়, কিন্তু বাজেট সহায়তায় তা পাওয়া যায় না।