
প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে সরকার ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন (এনবিএসসি)’ নামে একটি নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাবটি দিয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন, যারা কমিশনের কাঠামো ও কার্যপরিধির একটি বিস্তারিত রূপরেখাও বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফাউন্ডেশনের প্রতিনিধিরা অংশ নেন এবং অতিরিক্ত সচিব আবদুর রহিম খান সভাপতিত্ব করেন।
পরে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দায়িত্ব নেওয়ার পর এই প্রস্তাব নিয়ে আবার উদ্যোগ নেয় মন্ত্রণালয়। ১৬ মার্চ চারটি সরকারি প্রতিষ্ঠান—বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়। কেউই তখন মতামত দেয়নি, ফলে ১০ এপ্রিল পুনরায় স্মারক পাঠিয়ে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়।
প্রস্তাবিত কমিশনের মূল উদ্দেশ্য হবে বাজার ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ও মূল্য কারসাজি রোধ, এবং পণ্যের মূল্য, সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিশ্চিত করা। কমিশনের কাঠামোয় থাকবেন একজন চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও কয়েকজন সদস্য, সঙ্গে একটি পরামর্শক কমিটি, আইন ও বিশ্লেষক দল এবং ‘ভোক্তা সুরক্ষা বিভাগ’। প্রাথমিকভাবে এই কমিশনের জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকার বাজেট নির্ধারণের কথা বলা হয়েছে। ভবিষ্যতে বাজেট বাড়তেও পারে। কমিশন জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহায়তা নিতে পারবে।
তবে কমিশন গঠনের এই উদ্যোগে ভিন্নমতও রয়েছে। বিটিটিসির একজন কর্মকর্তা মনে করেন, নতুন কমিশন না করে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকেই আরও কার্যকর করা উচিত। প্রতিযোগিতা কমিশনের সদস্য আফরোজা বিলকিস জানিয়েছেন, পণ্যের মূল্য সহনীয় রাখতে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে, তবে নতুন কমিশনের অগ্রগতি সম্পর্কে তাঁর কাছে হালনাগাদ তথ্য নেই।
বৈঠকে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধিরা বাজার ব্যবস্থাপনায় চলমান অসংগতি ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সরব হন। ইফতেখার হোসেন জানান, ব্রাজিল থেকে প্রতি কেজি চিনি ৪৫ টাকায় আমদানি করে ৩০ টাকা শুল্কসহ ৭৫ টাকায় বাজারে আসলেও তা বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকায়। নিশাত আহমেদ বলেন, হিলি বন্দর থেকে আসা পেঁয়াজ ৯০ টাকায় নওগাঁয় বিক্রি হলেও ঢাকায় তা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ছাত্র প্রতিনিধি আফজালুর রহমান সায়েম সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতা কমিশনের জোর ভূমিকা চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠিত হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। সংগঠনটির সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগঠনের সাবেক প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করলেও এখনো পর্ষদের সদস্য হিসেবে যুক্ত আছেন।