
প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত মেনে ডলারের বিনিময় হারে নমনীয়তা আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনে ‘ক্রলিং পেগ’ ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে। বর্তমানে এই ব্যবস্থায় মধ্যবর্তী দর ১১৯ টাকা। এর সঙ্গে ২.৫ শতাংশ ওঠানামার সুযোগ থাকলেও সেটি বাড়িয়ে ৪ শতাংশ করা হতে পারে।
নতুন এই ব্যবস্থায় ব্যাংকগুলো ডলারের মূল্য নির্ধারণে মধ্যবর্তী দরের চেয়ে সর্বোচ্চ ৪ শতাংশ বেশি বা কম রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এই নমনীয়তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে শিগগিরই।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় হওয়ার সম্ভাবনা জোরালো হলো। উল্লেখ্য, বিনিময় হারে নমনীয়তা এবং রাজস্ব আদায় বৃদ্ধি না হওয়ায় কিস্তি ছাড়ের প্রক্রিয়া থমকে ছিল।
এরই মধ্যে রাজস্ব আদায় কাঠামোতে বড় পরিবর্তন এনেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে গঠন করা হয়েছে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিনিময় হারে নমনীয়তা এবং রাজস্ব কাঠামো সংস্কারের মাধ্যমে আইএমএফের আস্থা অর্জনের পথে এগোচ্ছে বাংলাদেশ, যা বৈদেশিক সহায়তা প্রাপ্তি এবং সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে।