আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমছে

অনলাইন ডেক্স: ভারতের আদানি গোষ্ঠীর শেয়ারের দাম আবারও পড়ে গেছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর ৪.৩ শতাংশ কমে ২,১২৩ টাকা হয়েছে। একই সাথে আদানি পোর্টস, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, এবং আদানি টোটাল গ্যাসের মতো একাধিক সংস্থার শেয়ার দামও কমেছে।

তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কিছুটা বেড়েছে। প্রতিবেদন লেখার সময় আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ১.৪৭ শতাংশ বেড়ে গেছে। পাশাপাশি আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জির দামও বেড়েছে, যেখানে আদানি পাওয়ারের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার বাজার খোলার পর আদানি এন্টারপ্রাইজ ও আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমে যায়, প্রায় ৪.৩ শতাংশ। অন্যান্য কোম্পানির শেয়ার দাম আড়াই শতাংশের মতো কমে গেছে। এর ফলে আদানির বিভিন্ন কোম্পানির বাজার মূলধনও হ্রাস পেয়েছে।

এদিকে, গতকাল আদানি গোষ্ঠীর সব কোম্পানির শেয়ার দর হ্রাসের সঙ্গে মার্কিন আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষকাণ্ডের তদন্তের সম্পর্ক রয়েছে। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, ভাতিজা সাগর আদানি এবং গোষ্ঠীর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, তদন্ত অব্যাহত থাকবে এবং তারা ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতা চাইবে। ২ হাজার ৩০০ কোটি টাকার ঘুষকাণ্ডের তদন্তে সহায়তার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সাহায্য চাওয়া হয়েছে।

মঙ্গলবার, ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক জেলা আদালতকে জানিয়েছে যে আদানির বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে এবং এ ব্যাপারে ভারতের আইন মন্ত্রণালয়ের সাহায্য চাওয়া হয়েছে। এই খবর সামনে আসার পর বুধবার সকালে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারে ধস নামে।

অন্যদিকে, বাংলাদেশের চাহিদার সাপেক্ষে আদানি গোষ্ঠী চুক্তি অনুযায়ী ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে রয়টার্স জানায়। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দাম নিয়ে আপত্তি রয়েছে, আদানি গোষ্ঠী বলেছে, তারা দামে ছাড় দেবে না।