আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা

প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন প্রসঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২২ জুন থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এনবিআর ও সারা দেশের শুল্ক-কর কার্যালয়ে কলমবিরতি কর্মসূচি চলছে। তারা সম্প্রতি জারি করা ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’-এর বিরোধিতা করে তা বাতিলের দাবি জানাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, রাজস্ব কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করতে নীতি ও বাস্তবায়ন আলাদা করার বিষয়ে দীর্ঘদিন ধরে দেশের সুশীল সমাজ, অর্থনীতিবিদ এবং উন্নয়ন সহযোগীরা পরামর্শ দিয়ে আসছেন। এই প্রেক্ষাপটেই গত বছর ৯ অক্টোবর এনবিআর সংস্কারবিষয়ক একটি পরামর্শক কমিটি গঠন করা হয়। পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ১৬ জানুয়ারি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশ জারির পর এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২০ মে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধির একটি বৈঠক হয়। তখন সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এ আশ্বাসে আন্দোলন একবার প্রত্যাহারও করা হয়।

তবে আন্দোলন আবারও শুরু হওয়ায় সরকার আশা করছে, আগামীকালের আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধিত অধ্যাদেশ জারি করা সম্ভব হবে। অর্থ উপদেষ্টা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদেরকে দপ্তরে থেকে অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আহরণে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।