আয়কর রিটার্ন জমায় নতুন ৫ পরিবর্তন: করদাতাদের যা জানা জরুরি

প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০২৪–২৫) জন্য ব্যক্তিশ্রেণির করদাতারা ১ জুলাই থেকে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন, আর রিটার্ন জমার শেষ সময় ৩০ নভেম্বর। এবারে করমুক্ত আয়সীমায় কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই বছরে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। তবে করদাতাদের এবার রিটার্ন জমার সময় পাঁচটি নতুন পরিবর্তনের বিষয় খেয়াল রাখতে হবে। এই পাঁচটি পরিবর্তন চলতি বাজেটে কর হিসাব-নিকাশে আনা হয়েছে।

এবার থেকে আপন ভাইবোনের দানকৃত অর্থ বা সম্পদ করমুক্ত হিসেবে গণ্য হবে। এত দিন শুধু স্বামী-স্ত্রী, মা-বাবা ও সন্তানেরা দান করলে তা করমুক্ত থাকত। এখন থেকে বিদেশে থাকা ভাইবোন যেকোনো সম্পদ বা অর্থ দান করলেও তা করমুক্ত থাকবে। এই সিদ্ধান্ত পারিবারিক সম্পত্তি হস্তান্তরকে আরও সহজ করবে।

শহরের অনেকে জমি কিনে বা লিজ নিয়ে শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদন করেন। বাণিজ্যিক কৃষিকে উৎসাহ দিতে এবার বাজেটে পাঁচ লাখ টাকা পর্যন্ত কৃষি আয় করমুক্ত রাখা হয়েছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তারাও উপকৃত হবেন।

বেসরকারি চাকরিজীবীরা তাঁদের করযোগ্য আয় হিসাবের সময় বিভিন্ন ভাতা বাদ দিতে পারেন। আগে সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যেত। এখন এই সীমা পাঁচ লাখ টাকা করা হয়েছে, যা চাকরিজীবীদের করের বোঝা কিছুটা কমাবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় থাকা গ্রাহকদের আয়ের ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে অর্জিত আয় এবং সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাভোগীদের প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে। বর্তমানে এই স্কিমের আওতায় রয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার গ্রাহক।

চাকরিজীবী করদাতাদের জন্য কিডনি, লিভার, ক্যানসার, হার্ট, মস্তিষ্কের অস্ত্রোপচার এবং কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসা খাতে ব্যয় করা অর্থ করমুক্ত রাখা হয়েছে। এসব রোগের চিকিৎসায় ব্যয় অনেক বেশি হয়, তাই এই করছাড় কর্মীদের আর্থিক সুরক্ষায় সহায়ক হবে।