আয়কর রিটার্ন সংশোধনের সুযোগ ও নিয়ম জেনে নিন

প্রতিবেদক: আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে অনেক করদাতাই ভুল করে ফেলেন—তা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত। বিশেষ করে করের হিসাব ও কর রেয়াতের ক্ষেত্রে বেশি ভুল হয়। অনেকেই আয়কর বিষয়ে ভয় ও দুশ্চিন্তায় থাকেন। তবে ভুল হলেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ রিটার্ন জমার পরও তা সংশোধনের সুযোগ রয়েছে।

রিটার্নে তিন ধরনের ভুল সংশোধনের সুযোগ আছে। প্রথমত, প্রদর্শিত আয়ের ভুল; দ্বিতীয়ত, দাবি করা কর অব্যাহতি বা কর ক্রেডিটে ভুল; এবং তৃতীয়ত, অন্য কোনো যৌক্তিক কারণে যদি ভুল হয়, তা-ও সংশোধনযোগ্য। করদাতা যদি বুঝতে পারেন যে প্রদেয় কর সঠিকভাবে হিসাব হয়নি কিংবা সঠিক অঙ্কে পরিশোধ হয়নি, তাহলে সংশোধিত রিটার্ন জমা দেওয়া সম্ভব।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তিন ধরনের কারণে সংশোধনী রিটার্ন জমা দেওয়া যাবে না: (১) মূল রিটার্ন দাখিলের ১৮০ দিন পেরিয়ে গেলে; (২) একবার সংশোধিত রিটার্ন দাখিলের পর পুনরায় সংশোধনের চেষ্টা করলে; এবং (৩) রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন হওয়ার পর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে সংশোধিত রিটার্ন জমার সুবিধা চালু করেছে। ওয়েবসাইটে গিয়ে সংশোধন অপশন ব্যবহার করে সহজেই রিটার্ন সংশোধন করা যায়। তবে সংশোধনের ফলে করের পরিমাণ বেড়ে গেলে অতিরিক্ত করের পাশাপাশি জরিমানা গুণতে হতে পারে।

যাঁরা অনলাইনে রিটার্ন দিয়েছেন এবং তাতে ভুল থাকায় সংশোধন করতে চান, তাঁদের জন্য অনলাইনেই সংশোধিত রিটার্ন দাখিলের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সংশোধন অপশন ব্যবহার করলেই সংশোধিত রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়।

এ ছাড়া করদাতারা চাইলে কর কার্যালয়ে গিয়েও সংশোধনী রিটার্ন জমা দিতে পারেন। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমার পর অনিচ্ছাকৃত ভুল ধরা পড়লে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে রিটার্ন জমা দেওয়া যায়। কমিশনার যদি শর্ত পূরণ হয়েছে বলে সন্তুষ্ট হন, তিনি সংশোধিত রিটার্ন গ্রহণ করে প্রাপ্তি রসিদ দেবেন।