আর্থিক জ্ঞানে সমৃদ্ধ তরুণ গড়তে ঢাকা ব্যাংকের উদ্যোগ

প্রতিবেদক: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গত বৃহস্পতিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে ঢাকা ব্যাংক পিএলসি। তরুণ প্রজন্মকে দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করা এবং শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস রহমান ও মো. নূর আলম সিদ্দিক।

আর্থিক সাক্ষরতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ব্যাংক পিএলসির হেড অব স্টুডেন্ট ব্যাংকিং সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক পিএলসির রংপুর শাখার ব্যবস্থাপক মনজুর মোরশেদ এবং স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম।