আলিফ গ্রুপের দুই কোম্পানিতে লভ্যাংশ বিতরণে বৈষম্য ও অধিগ্রহণে ব্যর্থতা

In শেয়ার বাজার
August 26, 2025

প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ গ্রুপের দুই পোশাক খাতের কোম্পানির লভ্যাংশ ও অধিগ্রহণ কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গত বছরের হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও মোট এক কোটি ৮০ লাখ ৭৬ হাজার টাকা এখনও পরিশোধ করতে পারেনি। এর ফলে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ৫০ পয়সা থেকে কমে ৩৩ পয়সা হয়ে গেছে, এবং শেয়ারমূল্যও নিয়মিতভাবে হ্রাস পেয়েছে।

অপরদিকে, একই গ্রুপের আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণ করেছে। তবে কোম্পানিটি বেশ কিছু সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘোষণা দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ডেনিম প্রস্তুতকারী রয়েল ডেনিম লিমিটেডের অধিগ্রহণ প্রক্রিয়ায় শেয়ার ক্রয়, শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধসহ অন্যান্য শর্ত পূরণ করতে পারেনি। এই বিষয় নিয়ে রয়েল ডেনিমের সাবেক চেয়ারম্যান আইনগত নোটিশ দিয়েছেন।

বিনিয়োগকারীরা দুই প্রতিষ্ঠানের লভ্যাংশ বিতরণে বৈষম্য এবং অধিগ্রহণ কার্যক্রমে ব্যর্থতার কারণে হতাশা প্রকাশ করছেন। আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম জানিয়েছেন, লভ্যাংশ ও অধিগ্রহণ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে আলিফ ইন্ডাস্ট্রিজের ২০০ কোটি টাকা তহবিল সংগ্রহের জন্য শেয়ার ইস্যু আবেদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাতিল করেছে। এতে কোম্পানির পরিকল্পিত অধিগ্রহণ ও পুনরুজ্জীবনের উদ্যোগও প্রভাবিত হয়েছে।

এই প্রতিবেদনে আলিফ গ্রুপের লভ্যাংশ বিতরণ ও অধিগ্রহণ কার্যক্রমে দ্বৈত নীতি ও অনিয়ম স্পষ্ট হয়েছে, যা কমিশনের তদন্তের দাবি তুলেছে।