
প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি তারা শাটডাউন চালিয়ে যেতে চায়, করুক।
অর্থ উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলন নিয়ে আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী ১ জুলাইয়ের নির্ধারিত বৈঠক আদৌ হবে কি না, তাও এখন অনিশ্চিত। বিষয়টি পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে জানানো হবে।
অন্যদিকে বিকেল ৪টার দিকে অর্থ উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআরের একটি সূত্র জানায়, এই বৈঠক অর্থ উপদেষ্টার কার্যালয়ে হওয়ার কথা, এবং এতে অংশ নেবে আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল। নেতৃত্বে থাকবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে তারা বর্তমানে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন, যা আজ রোববারও অব্যাহত রয়েছে।