আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ৫৫০ কর্মকর্তা অব্যাহত

প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫৫০ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান জালাল আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ পরিচালনা এবং আর্থিক প্রতিবেদন প্রণয়নের মান নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা সম্পন্ন হয়।

সেই নিরীক্ষা প্রতিবেদনে ২০২১ সালের পর এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে গুরুতর পর্যবেক্ষণ উঠে আসে। এ প্রেক্ষিতে, এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের একটি নিরপেক্ষ মূল্যায়নের আওতায় আনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) মাধ্যমে এই মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এতে মোট ১,৪১৪ কর্মকর্তা অংশ নেন, যাঁদের মধ্যে ৮৬৪ জন উত্তীর্ণ হন এবং ৫৫০ জন অকৃতকার্য হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের বিদ্যমান নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী অকৃতকার্যদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।