
অনলাইন ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। সাধারণ গ্রাহকরা ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নির্ধারিত ব্যাংক শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে। তবে, একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
নতুন নোট বিতরণ করা হবে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ আরও বেশ কয়েকটি তফসিলি ব্যাংকের নির্দিষ্ট শাখায়।
এছাড়া, বিভিন্ন বাণিজ্যিক এলাকার শাখাগুলোতে এই বিশেষ ব্যবস্থায় নতুন নোট পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ব্যাংকগুলোর শাখা তালিকা প্রকাশ করেছে।
নতুন নোট সংগ্রহের সময় প্রতারণা বা কালোবাজারি এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।