আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে। তবে এটি পুরোপুরি বাতিল করা সম্ভব না হলে অন্তত করহার বৃদ্ধি করে আদর্শ করহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে।

শনিবার (২২ মার্চ) ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও উন্নয়নের জন্য দেশীয় রাজস্ব সংগ্রহ: বাংলাদেশের জন্য নীতি সংস্কার অগ্রাধিকার শীর্ষক এই সভার আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ও ইআরএফ।

বর্তমানে রিয়েল এস্টেট খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবস্থানের ভিত্তিতে বিভিন্ন করহার প্রযোজ্য হয়। জমি ও অ্যাপার্টমেন্টের প্রকৃত মূল্য বিবেচনায় এই হার আদর্শ করের তুলনায় কম।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা করহারকে স্বাভাবিক করের হারের কাছাকাছি আনতে চাই।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক আবু ইউসুফ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম ও দৌলত আক্তার মালা।