ইইউর পণ্যে ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করলেন ট্রাম্প

প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে এক ফোনালাপের পর তিনি এই সিদ্ধান্ত নেন।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প জানান, “ভন ডার লেন বলেছেন, তিনি এখন গুরুতর আলোচনায় বসতে চান এবং অনুরোধ করেছেন ১ জুনের পরিবর্তে ৯ জুলাই পর্যন্ত সময় দিতে। আমি এতে সম্মত হয়েছি।”

এর আগেই শুক্রবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ১ জুন থেকেই ইইউর পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে রোববার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি আবারো আলোচনার পথে হাঁটার বার্তা দেন।

ট্রাম্পের এমন সিদ্ধান্ত-ফেরত এর আগেও দেখা গেছে। গত এপ্রিল মাসেও তিনি ইইউর ওপর ২০ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তবে সেটিও শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “আলোচনা দ্রুত শুরু হবে।” অন্যদিকে, ভন ডার লেন এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বলেন, “ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। ইউরোপ প্রস্তুত। আমরা দ্রুতই দৃঢ়তার সঙ্গে আলোচনায় বসতে চাই। ভালো চুক্তির জন্য ৯ জুলাই পর্যন্ত সময় প্রয়োজন।”

ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে সোমবার এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ০.৮%,দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে ০.৯%,চীনের সাংহাই সূচক বেড়েছে ০.৩%।
তবে হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে ০.৩%।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং বাণিজ্য-প্রতিবন্ধকতার সমালোচনা করে আসছেন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৬ বিলিয়ন ডলার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, “বস্ত্রশিল্প ফিরিয়ে আনার প্রয়োজন নেই।” ট্রাম্প এ বক্তব্যে সম্মতি জানিয়ে বলেন, “আমরা আর জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা সামরিক সরঞ্জাম, বড় বড় যন্ত্রাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বানাতে চাই।