
প্রতিবেদক: ২০২৪ সালে ইউটিউব কনটেন্ট নির্মাতারা যুক্তরাজ্যের অর্থনীতিতে ২.২ বিলিয়ন পাউন্ড (প্রায় ২২০ কোটি পাউন্ড) অবদান রেখেছেন। সেই সঙ্গে তারা ৪৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন—এ তথ্য উঠে এসেছে অক্সফোর্ড ইকোনমিকসের জরিপে।
অনলাইন কনটেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের স্বার্থ রক্ষায় সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ গঠন করা হয়েছে। গ্রুপটির সহসভাপতি, এনফিল্ড নর্থের লেবার এমপি ফেরিয়াল ক্লার্ক বলেন, এই নির্মাতারা “নতুন সৃজনশীল বিপ্লবের পথিকৃৎ, যদিও ওয়েস্টমিনস্টারে এত দিন তাঁদের উপেক্ষা করা হয়েছে।”
জনপ্রিয় ব্রিটিশ কনটেন্ট নির্মাতা লিলি সাবরি ইউটিউবে ফিটনেস ভিডিও প্রকাশ করেন। তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৬.৫ মিলিয়ন। সাবরি নতুন গবেষণা এবং পার্লামেন্টারি গ্রুপ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, “অনেক বছর ধরে মানুষের মনে সন্দেহ ছিল—কনটেন্ট নির্মাণ কি প্রকৃতপক্ষে কোনো কাজ? এভাবে কি সত্যিই টেকসই ক্যারিয়ার গড়া সম্ভব।”
যদিও এই পার্লামেন্টারি গ্রুপের আনুষ্ঠানিক ক্ষমতা নেই, প্রায় ৫০০ গ্রুপ বিভিন্ন খাত ও স্বার্থের প্রতিনিধিত্বকারীরা নীতিনির্ধারকদের কাছে সরাসরি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। অনেক নির্মাতা ও ইনফ্লুয়েন্সার মনে করছেন, এই গবেষণা তাদের কাজের স্বীকৃতি। দেরিতে হলেও যে স্বীকৃতি মিলেছে, এতে তাঁরা খুশি।
কনটেন্ট নির্মাতারা জানান, এই জগতে কাজ করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো প্রশিক্ষণ ও অর্থায়নের সুযোগ, উপযুক্ত স্টুডিও নির্মাণ, এবং শুটিংয়ের অনুমতি পাওয়া। ফেরিয়াল ক্লার্ক বলেন, এই নতুন সর্বদলীয় ফোরাম এসব বাধা দূর করতে কাজ করবে। প্রতিভা বিকাশের প্রতিবন্ধকতা দূর করা হবে এবং এটি নির্মাতাদের সময়ের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠা দেবে। তিনি আরও বলেন, “সৃজনশীলতা, উদ্ভাবন ও উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্র হিসেবে ব্রিটেন বিশ্বে নেতৃত্ব দেবে।”
লিলি সাবরি জানান, তিনি পেশার জগতে যোগ্যতা অর্জন করেছেন, তবে তাঁর ক্যারিয়ারের মূল শক্তি এসেছে স্ট্রিমিং থেকে। তিনি আট বছর আগে ইউটিউবে কনটেন্ট নির্মাতা হিসেবে শুরু করেন। প্রায় তিন বছর আগে প্রথম ব্যবসা চালু করেন, এবং পরে দ্বিতীয় ব্যবসা শুরু করেন। সাবরি বলেন, “আমার ফিজিওথেরাপি ডিগ্রি অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু ইউটিউব না থাকলে আমি আজকের জায়গায় আসতে পারতাম না, এসব ব্যবসা চালু করতে পারতাম না, কিংবা এত মানুষকে কাজ দিতে পারতাম না।”
ব্রিটেনের কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সাররা এখন রাজনীতির মূলধারায়ও জায়গা করে নিচ্ছেন। চলমান গ্রীষ্মে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার ৯০ জন ইনফ্লুয়েন্সারকে ১০ ডাউনিং স্ট্রিটে এক সংবর্ধনায় আমন্ত্রণ জানিয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসও সংবাদ ব্রিফিংয়ে মূল ধারার সাংবাদিকদের পাশাপাশি কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের আমন্ত্রণ জানাচ্ছে।