
প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল সোমবার দেশের সব ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও তাঁর স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলকারনাইন টিয়ান, এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির নামে বা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব থাকলে, সেসব হিসাবের বিস্তারিত তথ্য পাঠাতে হবে।
চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে—প্রতিটি হিসাবের হিসাব খোলার ফরম, ,লেনদেন বিবরণী ,কেওয়াইসি ফর্ম ,ব্যাংক কার্ড, গিফট কার্ড , সঞ্চয়পত্র, লকার সম্পর্কিত তথ্য
সহ যাবতীয় দলিল বিএফআইইউতে পাঠাতে হবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবার ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলো।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়। পরে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে পরে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
সূত্র জানায়, বর্তমানে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়েও আলোচনা চলছে। ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী পক্ষও তাদের মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান করার জন্য চাপ দিচ্ছে। এই প্রেক্ষাপটেই ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।