ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি পেল রূপালী ও সোনালী ব্যাংক

প্রতিবেদক: ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩–২৪ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাষ্ট্রমালিকানাধীন দুই বাণিজ্যিক ব্যাংক—রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংক—স্বীকৃতি পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে।

‘ইনোভেশন শোকেসিং (প্রদর্শনী) ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন’ শীর্ষক আয়োজনে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শ্রেণিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে রূপালী ও সোনালী ব্যাংক। তাদের এই অর্জন উদ্ভাবনী উদ্যোগ ও ডিজিটাল সেবার ক্ষেত্রে ব্যাংক দুটির অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এসময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

এ ছাড়া অনুষ্ঠানে রূপালী ব্যাংকের চিফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এর অধীনস্থ দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।