
প্রতিবেদক: কোরবানির ঈদের আগে দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন বজায় রাখতে আগামী ১৭ ও ২৪ মে, দুই শনিবার লেনদেন চালু থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ঈদের দীর্ঘ ছুটি বিবেচনায় এই দুই শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও পূর্ণাঙ্গ লেনদেন চালু থাকবে।
সরকার ঈদুল আযহা উপলক্ষে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ৫ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত টানা ১০ দিন দেশের শেয়ারবাজারে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, পুঁজিবাজারের পাশাপাশি ১৭ ও ২৪ মে তফসিলি ব্যাংকগুলোও খোলা থাকবে। যদিও ১১ ও ১২ জুন সরকারি ছুটির কারণে ব্যাংকগুলো বন্ধ থাকবে, তবে বন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে।