
প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর এলাকায় আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ জুন সকাল থেকে পুনরায় সকল কার্যক্রম চালু হবে।”
বন্দর সূত্রে জানা গেছে, সরকারিভাবে ঈদের ১০ দিন ছুটি ঘোষণার পর ভারতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করে দুই দেশ মিলে এ সময়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে যাতে কোনও নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দর এলাকার নিরাপত্তায় নিজস্ব বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরা নিয়মিত টহলে থাকবেন এবং বেনাপোল পোর্ট থানাকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদের মধ্যে যদি কোনও আমদানিকারক নিজ উদ্যোগে পণ্য খালাস নিতে চান, তাহলে সেটি সম্ভব হবে। তবে নিয়মিত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।”
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, “ঈদের ছুটিতে বন্দর এলাকায় অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি থাকবে।”
এদিকে, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, ঈদের সময় পাসপোর্টধারী যাত্রীদের চাপ কিছুটা বাড়ে। তাই ইমিগ্রেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে যাত্রীসেবা ব্যাহত না হয়।
বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান বলেন, “সরকারি ছুটি অনুযায়ী কাস্টমস কার্যক্রমও ঈদের সময়ে বন্ধ থাকবে।