ঈদ উপলক্ষে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

প্রতিবেদক: ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটির কারণে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার এনবিআর এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কেনাবেচাসংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। তবে এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করেছে, যা রিটার্ন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে পড়ছে। ফলে এনবিআর এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

বর্তমানে দেশে প্রায় ৫ লাখ ৮ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রতি মাসে চার লাখের বেশি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এর মধ্যে তিন লাখেরও বেশি রিটার্ন অনলাইনের মাধ্যমে দাখিল হয়।

এনবিআর বলছে, সময়সীমা বাড়ানোর ফলে প্রতিষ্ঠানগুলো সহজেই রিটার্ন দাখিল করতে পারবে এবং ছুটির কারণে সৃষ্ট জটিলতা এড়ানো সম্ভব হবে।