উচ্চ মূল্যের চাপ, থমকে গেল বোল্ডার পাথর আমদানি

অনলাইন ডেক্স:বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি জানিয়েছেন, বোল্ডার পাথরের আমদানি মূল্য পুনর্নির্ধারণ করা না হলে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, ভারত ও ভুটানের বোল্ডার পাথরের উচ্চ আমদানি মূল্যের কারণে বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা লোকসানের মুখে পড়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় জানুয়ারির মাঝামাঝিতে ভারত ও ভুটানের রপ্তানিকারকদের কাছে মূল্য কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল, তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চিঠিতে ব্যাংক সুদ, আমদানি ব্যয় বৃদ্ধি ও বাজার মূল্যের বিভিন্ন দিক উল্লেখ করে বোল্ডার পাথরের মূল্য পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়। আবু রাইয়ান আশয়ারী রছি জানান, এ বিষয়ে ভারত ও ভুটানের রপ্তানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, তারা যে দামে বোল্ডার পাথর আমদানি করছেন, তাতে লোকসান গুনতে হচ্ছে। এজন্য ভুটানের তোর্শা অঞ্চলের বোল্ডার পাথরের মূল্য প্রতি মেট্রিক টন ১৫ ডলার, সামসির ১৪ ডলার এবং ভারতের তোর্শার ১০ ডলার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো কোনো সাড়া মেলেনি।

এ অবস্থায় শনিবার থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ‘আমাদের সদস্যরা বৈঠক করে বোল্ডার পাথরের দাম নির্ধারণ করেছেন এবং সেই মূল্য ভারত ও ভুটানের রপ্তানিকারকদের জানানো হয়েছে। যদি তারা নির্ধারিত মূল্যে পাথর রপ্তানি করতে না চান, তাহলে আমদানি বন্ধ থাকবে।’