
প্রতিবেদক: দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল সয়াবিন চাষ সম্প্রসারণের লক্ষ্যে এইচএসবিসি এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া একটি প্রকল্প শুরু করেছে। প্রকল্পটির নাম ‘ইমপ্রুভিং প্রসপারিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব বাংলাদেশ ফিড অ্যান্ড অয়েল ইন্ডাস্ট্রি থ্রু সয়াবিন ফার্মিং’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সয়াবিন বাংলাদেশের ফিড ও ভোজ্যতেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল। এই ফসল চাষে আমদানিনির্ভরতা কমানো সম্ভব হচ্ছে। এছাড়া পোলট্রি, মৎস্য ও পশুপালন খাতে সাশ্রয়ী মূল্যে প্রোটিন সরবরাহ নিশ্চিত হচ্ছে। ফলে বাংলাদেশের সয়াবিন কৃষকেরা বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারছেন।
প্রকল্পের আওতায় বর্তমানে ৪০ হাজারের বেশি কৃষক প্রায় ৪২ হাজার হেক্টর জমিতে উচ্চফলনশীল, স্বল্পমেয়াদি ও লবণাক্ততা সহনশীল সয়াবিন চাষ করছেন। এই জলবায়ু সহনশীল ফসল প্রাকৃতিক নাইট্রোজেন স্থিতির মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং অধিক ফলন ও আয় নিশ্চিত করে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, সলিডারিডাডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এইচএসবিসি স্থানীয়ভাবে উদ্ভাবনী সয়াভিত্তিক পণ্য উৎপাদনে সহায়তা করছে, কৃষকদের ক্ষমতায়ন করছে এবং স্থানীয় সরবরাহশৃঙ্খলকে জোরদার করছে।
সলিডারিডাডের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান বলেন, উচ্চফলনশীল ও স্ট্রেস টলারেন্ট সয়াবিন জাতের প্রবর্তন কৃষির বহুমুখীকরণ এবং আমদানিনির্ভরতা কমানোর পথ দেখাচ্ছে। জলবায়ু সহনশীল সয়াবিন কৃষিতে বহুমাত্রিক প্রভাব ফেলছে।