
অনলাইন ডেক্স: বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ঋণের টাকা আদায়ে চট্টগ্রামের রুবি ফুড প্রোডাক্টসের সম্পত্তি নিলামে তুলেছে। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা ১,২৪৪ কোটি টাকা।
এই ঋণের বিপরীতে বন্ধক রাখা চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী এলাকার সাড়ে ছয় একর জমি নিলামে তোলা হয়েছে। আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমে ইউসিবি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ক্রেতাদের আগামী ১০ মার্চের মধ্যে ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় নিলামের দরপ্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
রুবি ফুড প্রোডাক্টস চট্টগ্রামের বিএসএম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান আবুল বশর চৌধুরী। প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকে ইউসিবির গ্রাহক। তবে পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছে যাওয়ার পর প্রতিষ্ঠানটিকে আরও অর্থায়ন করা হয়, যা পরে বৃদ্ধি পায়।
ডলার সংকট, সময়মতো ঋণপত্র খুলতে না পারা ও অন্যান্য কারণে ঋণগুলো খেলাপি হয়ে যায়। ফলে ব্যাংক আইনি পদক্ষেপ নিয়ে পাওনা আদায়ের জন্য নিলামের ব্যবস্থা নেয়।
এ বিষয়ে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, “ডলার সংকটের কারণে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক সময়মতো ঋণপত্র না খোলায় পণ্যবাহী জাহাজ ফিরে গেছে। যদি ব্যাংকগুলো সহায়তা করে, তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।