
প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আগামীকাল মঙ্গলবার থেকে ভরিপ্রতি প্রায় সাড়ে চার হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের প্রথম ১৩ দিনের মধ্যে এটি পঞ্চম দফা মূল্যবৃদ্ধি। এর ফলে সোনার দামের নতুন রেকর্ড তৈরি হলো।
এবার এক লাফে ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ৪ হাজার ৬১৮ টাকা। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ভালো মানের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়, যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম সমন্বয়ের এ ঘোষণা দেয়। নতুন দর মঙ্গলবার থেকে কার্যকর হবে। দাম বাড়ানোর পেছনে সমিতি বরাবরের মতো তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে। ধারণা করা হয়, আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারেও সোনার দাম বাড়ছে।
চলতি মাসে ইতোমধ্যে পাঁচ দফায় সোনার দাম বাড়িয়েছে বাজুস। তার মধ্যে গত মঙ্গলবার সোনার দাম প্রথমবারের মতো ভরিপ্রতি দুই লাখ টাকা ছাড়ায়। অথচ মাত্র ২৬ মাস আগে সোনার দাম ছিল ১ লাখ টাকা ভরি।
নতুন দামে আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।
আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি বিক্রি হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়। নতুন দরে ভরিপ্রতি ২২ ক্যারেটে ৪ হাজার ৬১৮ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৪০৯ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৭৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বাড়ছে ৩ হাজার ২১৯ টাকা।
বাজুসের হিসাব অনুযায়ী, রুপার দামও বাড়ছে। নতুন দরে আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি হবে ৬ হাজার ২০৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট হবে ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে বাড়ছে ১ হাজার ২৫৪ টাকা।