এক সপ্তাহে ডিমের দাম বেড়েছে ডজনে ১০ টাকা, সবজিতেও স্বস্তি নেই

প্রতিবেদক: এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। খুচরা বিক্রেতারা জানান, মাছ ও সবজির উচ্চ মূল্যের কারণে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়তি রয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারে বাদামি ডিম ডজনপ্রতি ১৫০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ টাকা। সাদা ডিমের দাম বাদামির তুলনায় ডজনে ৫ টাকা কম। তবে মুরগির দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানত উল্লাহ বলেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। তাই মানুষ বিকল্প হিসেবে ডিমের দিকে ঝুঁকছে। এতে চাপ পড়ে ডিমের দামে। তবে তিন-চার দিনের মধ্যে দাম স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিলেও তা এখনো কার্যকর হয়নি। কোম্পানিগুলোর ঘোষণামতে দাম দাঁড়ানোর কথা ছিল প্রতি লিটার ১৯৫ টাকা, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন না দেওয়ায় বাজারে এখনো লিটারপ্রতি ১৮৯ টাকায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

চাল বাজারেও স্থিতাবস্থা বিরাজ করছে। ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল কেজিপ্রতি ৮০ টাকা, রসিদ ব্র্যান্ড ৭২ টাকা এবং মোজাম্মেল মিনিকেট ৮৫ টাকায় বিক্রি হয়েছে। মাছের দামও বিগত কয়েক সপ্তাহের মতোই চড়া অবস্থায় রয়েছে।

সবজির বাজারে এখনো স্বস্তি ফেরেনি। কাঁচা মরিচের দাম দুই সপ্তাহ আগে কেজিতে ৪০০ টাকায় উঠলেও এখন তা কমে ১৮০ থেকে ২২‍০ টাকায় নেমেছে। তবে পাড়া-মহল্লায় দাম কিছুটা বেশি। মরিচের দাম কমলেও অন্যান্য সবজির দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

বর্তমানে বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু সবজি ১০০ টাকার বেশি দামে বিক্রি হয়েছে। বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ১৮০ টাকা এবং ভারত থেকে আমদানি করা টমেটো ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স ও লতি ৮০ থেকে ১০০ টাকা এবং পটোল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল ও লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।

তবে স্বস্তিদায়ক দামের সবজির মধ্যে রয়েছে মিষ্টিকুমড়া ও পেঁপে। মিষ্টিকুমড়া কেজিপ্রতি ৪০ টাকায় এবং পেঁপে ৩০ টাকায় বিক্রি হয়েছে। আলুর দাম কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা এবং পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় স্থিতিশীল রয়েছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি কিনতে আসা ক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, সবজির দাম একদিকে অনেক বেশি, অন্যদিকে দরদামের সুযোগও নেই। প্রায় সব দোকানেই একই দামে বিক্রি হচ্ছে সবজি, যা আগের মতো নয়।