এনবিআর সংস্কারের বিরুদ্ধে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক: টানা চতুর্থ দিনের মতো কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর কর্মকর্তা–কর্মচারীরা। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবারও দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। তবে একই সময়ে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আন্দোলনকারীদের অভিযোগ, কাউকে ভবনের বাইরে বের হতে বা ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের একটি অংশ ভবনের বাইরে এবং আরেক অংশ ভিতরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই আজ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান। কিন্তু এনবিআরের কর্মকর্তা–কর্মচারীরা সেই আহ্বানে সাড়া না দিয়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আগামী ২৮ জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে “মার্চ টু এনবিআর” কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে এনবিআরের কেন্দ্রীয় দপ্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।

প্রসঙ্গত, গত ১২ মে সরকার এক অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে নতুন করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ গঠন করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন তারা।

এদিকে, চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মে ঘোষণা দেয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর-সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।