প্রতিবেদক:বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের মুনাফা ৫২ শতাংশ বা প্রায় ১৩ কোটি টাকা বেড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ৩৮ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে মুনাফা ছিল ২৫ কোটি টাকা।
গত সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। পরে মঙ্গলবার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এনভয় টেক্সটাইল এই তথ্য শেয়ারহোল্ডারদের জানায়। প্রতিবেদনে দেখা যায়, আগের বছরের তুলনায় কোম্পানিটির ব্যবসা ও মুনাফা—দুটিই বেড়েছে।
আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এনভয় টেক্সটাইলের ব্যবসা দাঁড়িয়েছে ৪৭৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৪০ কোটি টাকা। অর্থাৎ ব্যবসা বেড়েছে প্রায় ৩৪ কোটি টাকা বা ৮ শতাংশ। তবে মুনাফা বেড়েছে ৫২ শতাংশ, কারণ উৎপাদন খরচ ও সুদ বাবদ ব্যয় উভয়ই গত বছরের তুলনায় কমেছে।
গত বছর কোম্পানিটির ৪৪০ কোটি টাকার ব্যবসার বিপরীতে উৎপাদন খরচ ছিল ৩৬২ কোটি টাকা, যা মোট ব্যবসার প্রায় ৮২ শতাংশ। চলতি বছরের একই সময়ে উৎপাদন খরচ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকায়—অর্থাৎ ব্যবসার বিপরীতে খরচ কমে হয়েছে ৮০ শতাংশ। তাছাড়া গত বছর সুদ বাবদ ব্যয় ছিল ৩৯ কোটি টাকা, যা এ বছর কমে ৩৫ কোটি টাকায় নেমে এসেছে। ফলে মুনাফার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ২০২৪-২৫ অর্থবছরেও এনভয় টেক্সটাইলের মুনাফা আগের বছরের তুলনায় প্রায় আড়াই গুণ বেড়েছিল। ওই অর্থবছরে কোম্পানিটির মুনাফা দাঁড়ায় ১৪১ কোটি টাকায়, যেখানে আগের বছর (২০২৩-২৪) মুনাফা ছিল ৬০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৮১ কোটি টাকা। এই ধারাবাহিক মুনাফা বৃদ্ধির ধারা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত রয়েছে।
এনভয় টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ বলেন,কয়েক বছর ধরে আমরা পণ্য বৈচিত্র্যকরণ, গবেষণা ও উদ্ভাবনে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। এর ফলে ক্রেতাদের সামনে নতুন নতুন ডিজাইনের পণ্য তুলে ধরতে পারছি। পাশাপাশি সোর্সিং ও উৎপাদন প্রক্রিয়ায়ও আমরা বৈচিত্র্য এনেছি। যার সুফল ব্যবসায় পাওয়া যাচ্ছে। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে বদ্ধপরিকর।”