এপ্রিলে মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, ভোক্তায় স্বস্তির ইঙ্গিত

প্রতিবেদক: নতুন তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে, যা মার্চ মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, খাদ্য ও খাদ্য-বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে।

খাদ্যপণ্যে মূল্যস্ফীতি মার্চের ৮ দশমিক ৯৩ শতাংশ থেকে এপ্রিল মাসে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে। অর্থাৎ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা স্বস্তি মিলেছে। একইভাবে, খাদ্য-বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি ৯ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমেছে।

দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে এই হ্রাস ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক বলেই মনে করা হচ্ছে। তবে মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে রয়েছে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয়কে চাপের মধ্যেই রাখছে।