এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীর পদত্যাগ

প্রতিবেদক: আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন।

ব্যাংকের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, তার স্থলাভিষিক্ত হিসেবে ব্যাংকের সাবেক এক ব্যবস্থাপনা পরিচালকের নাম নিয়ে আলোচনা চলছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পদত্যাগের কারণ সম্পর্কে ব্যাংক বা ব্যারিস্টার খায়রুল আলমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খায়রুল আলম চৌধুরী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং দেশের আর্থিক খাত সংশ্লিষ্ট নানা বিষয়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।