
অনলাইন ডেক্স: বাংলাদেশ ব্যাংক দেশের জনগণকে পিরামিড বা পঞ্জি স্কিম ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে গতকাল রোববার সর্বসাধারণের জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে কিছু প্রতিষ্ঠান বিধিবহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। উদাহরণ হিসেবে যুবক, ডেসটিনি ইত্যাদির নাম উল্লেখ করা হয়েছে। একইভাবে, ই-ভ্যালির মতো কিছু ই-কমার্স প্রতিষ্ঠানও অস্বাভাবিক মূল্যছাড়ের মাধ্যমে প্রতারণা করেছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, উচ্চ মুনাফার প্রতিশ্রুতি ও রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান পিরামিড বা পঞ্জি স্কিম ও এমএলএম ব্যবসার বৈশিষ্ট্য, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গ্রাহকের বিনিয়োগ হারানোর সম্ভাবনা থাকে। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমে একদল গ্রাহকের অর্থ দিয়ে অন্যদের মুনাফা দেওয়া হয়, যা মূলত মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ। অতীতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া আমানত সংগ্রহ বা ব্যাংক ব্যবসা পরিচালনা করা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৩১ (১) ধারার লঙ্ঘন। সাম্প্রতিক সময়েও একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তা বর্তমানে তদন্তাধীন।
সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক সকলকে এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছে এবং বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।