
প্রতিবেদক: বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক আয়োজনে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন জেলার শতাধিক উদ্যোক্তা, যাঁরা সকলেই প্রাইম ব্যাংকের গ্রাহক। তাঁদের উপস্থিতিতে উদ্যোক্তা উন্নয়নের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ বিষয়ে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে প্রাইম ব্যাংকের সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্যে থেকে ছয়জন এসএমই উদ্যোক্তা এবং কৃষি খাতের একজন উদ্যোক্তাকে সম্মাননার জন্য বাছাই করা হয়। পণ্যবৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী-পুরুষ), ও ব্যবসার ধরণ (উৎপাদন, সেবা, ট্রেডিং) ইত্যাদি মানদণ্ড বিবেচনায় রেখে তাঁদের নির্বাচিত করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ অনুষ্ঠানে বলেন, ‘এসএমই খাত দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই খাত কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এসএমই খাতের বিকাশ মানেই একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সমান সুযোগের সমাজ। প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরেই এই খাতে অর্থায়ন ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের সম্মাননা প্রদান তাঁদের আরও অনুপ্রাণিত করবে এবং দেশের টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’