এয়ার টিকিটের মূল্য নিয়ন্ত্রণে নতুন পরিপত্র জারি

অনলাইন ডেক্স: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা দিতে একাধিক নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

গ্রুপ টিকিট বুকিংসহ যেকোনো টিকিট বুকিংয়ের সময় ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি আবশ্যিকভাবে জমা দিতে হবে।বুকিংয়ের তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত গ্রুপ বুকিং করা টিকিট সাত দিনের মধ্যে নির্দিষ্ট যাত্রীর তথ্যসহ বিক্রির নিশ্চয়তা দিতে হবে, অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে বিক্রয়মূল্য নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং তা জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে।এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সিগুলোকে ১৯৮৪ সালের বেসামরিক বিমান চলাচল বিধিমালার ২৮৯ ধারার ‘ট্যারিফ ফিলিং’ নিয়ম মেনে চলতে হবে।বেবিচক অনুমোদিত ভাড়া তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।কোনো এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সি নির্ধারিত টিকিট মূল্যের বেশি দামে টিকিট বিক্রি করতে পারবে না।যাত্রীর কাছে টিকিট বিক্রির সময় নির্ধারিত মূল্যসংবলিত টিকিট ও বিক্রির রসিদ প্রদান বাধ্যতামূলক।

টিকিট কালোবাজারি বন্ধে ব্যবস্থা অতিরিক্ত চাহিদা তৈরি করতে টিকিট মজুদ রাখা বা অন্য এজেন্টের মাধ্যমে টিকিট বিক্রির কারণে মূল্যবৃদ্ধি হলে মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করতে হবে।

বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়া নির্ধারণ করা হবে।মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ প্রবাসী কর্মীদের টিকিটের মূল্য কমানোর জন্য সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সব এয়ারলাইনস এবং বোর্ড অব এয়ারলাইনস রিপ্রেজেন্টেটিভস (বিএআর) পদক্ষেপ গ্রহণ করবে।

এই নির্দেশনা কার্যকর হলে যাত্রীদের প্রকৃত মূল্য পরিশোধ করে টিকিট কেনার সুযোগ নিশ্চিত হবে এবং টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ বা কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে।