
প্রতিবেদক: এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালুর আগে প্রয়োজনে দীর্ঘ সময়ের জন্য ভ্যাট নিরীক্ষা স্থগিত রাখা যেতে পারে। তিনি আরও জানিয়েছেন, এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য হয়রানির উদ্দেশ্যে নেওয়া হয়নি।
আজ মঙ্গলবার গুলশানের এক হোটেলে গবেষণাপ্রতিষ্ঠান সিপিডি আয়োজিত কর ও ভ্যাট সংস্কার সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপের অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
চেয়ারম্যান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। বর্তমানে ভ্যাট দেওয়ার জন্য ব্যবসায়ীদের আর কোনো জায়গায় যেতে হয় না; সবই এক ক্লিকেই সম্পন্ন হয়।’ করছাড় বিষয়ে তিনি বলেন, দেশি-বিদেশি কোম্পানিকে বিনিয়োগের জন্য উৎসাহ দিতে করছাড় দেওয়া হয়, কিন্তু কখনো তা আট বছরের পরিবর্তে চলতে থাকে ৪০ বছর পর্যন্ত। তিনি স্বীকার করেন, রাজস্ব ব্যবস্থায় অদক্ষতা আছে, যা সমাধান করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিদেশি ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে, তাই নিজস্ব রাজস্ব বৃদ্ধি না করলে ঋণ পরিশোধ কঠিন হয়ে যাবে। রাজস্ব খাতের কার্যকারিতা বাড়াতে তিনি দুটি বিভাগ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যূনতম করহার সম্পর্কিত বিধানকে ‘কালাকানুন’ হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এটি তুলে দেওয়া হবে, তবে এখন তা প্রয়োগ করলে রাজস্ব আদায় কমে যাবে।