কাঁচা পাট ও পাটজাত পণ্যে পুরনো মাশুল হার পুনরায় কার্যকর করল সরকার

প্রতিবেদক: কাঁচা পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে পূর্বের মাশুল হার বহাল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বেল কাঁচা পাট রপ্তানিতে ২ টাকা এবং পাটজাত পণ্যের প্রতি ১০০ টাকার রপ্তানি মূল্যের বিপরীতে ১০ পয়সা মাশুল ধার্য থাকবে।

গত এপ্রিল মাসে জারিকৃত এক প্রজ্ঞাপনে সরকার মাশুল বাড়িয়ে যথাক্রমে ৭ টাকা ও ৫০ পয়সা নির্ধারণ করেছিল। তবে সম্প্রতি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আগের হার পুনর্বহাল করা হয়।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে সরকার নগদ সহায়তার হারও কমিয়ে দেয়। বৈচিত্র্যময় পাট পণ্যে নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, পাটজাত পণ্যে ৭ থেকে ৫ শতাংশ এবং পাট সুতায় ৫ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়।

রপ্তানির পরিসংখ্যানেও নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়,২০২১-২২ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ছিল ১১২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।২০২২-২৩ সালে তা কমে দাঁড়ায় ৯১ কোটি ১৫ লাখ ডলারে।২০২৩-২৪ অর্থবছরে আরও কমে হয় ৮৫ কোটি ৫২ লাখ ডলার।

পাট অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ১৩ লাখ ৪৪ হাজার ৮৩৫ বেল কাঁচা পাট রপ্তানি হয় ১৩টি দেশে—যেমন ভারত, পাকিস্তান, নেপাল ও চীন। এই রপ্তানি থেকে আয় হয় প্রায় ১ হাজার ৭৩১ কোটি টাকা বা ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার ডলার, যার মধ্যে ৯ কোটি ডলারের বেশি এসেছে ভারত থেকে।