কাতারএনার্জিকে ৩২ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ করলো বাংলাদেশ

প্রতিবেদক: বাংলাদেশ সরকার কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি এলএনজি-কে আমদানি বিল বাবদ ৩২ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) এই অর্থ পরিশোধ করা হয়।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই অর্থ পরিশোধ করা হয়েছে সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-র সঙ্গে সরকারের করা ৫০ কোটি ডলারের ঋণচুক্তির আওতায়।

এর আগে, ২২ এপ্রিল, পেট্রোবাংলা অগ্রণী ব্যাংক পিএলসি-র মাধ্যমে কাতারএনার্জিকে ৩৭ মিলিয়ন ডলারের মধ্যে ৫ মিলিয়ন ডলার পরিশোধ করে। তবে পরদিন ২৩ এপ্রিল বাকি ৩২ মিলিয়ন ডলার পরিশোধের পরিকল্পনা থাকলেও, জেদ্দার সাপ্তাহিক ছুটির কারণে অর্থ ছাড় সম্ভব হয়নি, যেহেতু লেনদেনটি আইটিএফসির মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা ছিল।

২৭ এপ্রিল, আইটিএফসি একটি সুইফট বার্তার মাধ্যমে কাতারএনার্জিকে জানায় যে, ২৯ এপ্রিলের মধ্যে তারা বাকি বিল পেয়ে যাবে — যা আজ বাস্তবায়িত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর জ্বালানি আমদানির অর্থ জোগানে আইটিএফসির সঙ্গে বাংলাদেশের ৫০ কোটি ডলারের ঋণচুক্তি রয়েছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি জায়ান্ট কাতারএনার্জি এলএনজি ২০১৮ সাল থেকে বাংলাদেশে এলএনজি রপ্তানি করছে। ১৫ বছর মেয়াদি এক চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি প্রতি বছর ১.৮ থেকে ২.৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করে। প্রতিটি কার্গোর ধারণক্ষমতা ৩২ লাখ এমএমবিটিইউ, এবং প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারিত ১০.১১৪ ডলার।