
প্রতিবেদক: ভবিষ্যতে কারখানা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে ৭০২ ডেসিমেলের বেশি জমি কিনছে দেশের শীর্ষ বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল রোববার কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এ তথ্য জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালীগঞ্জে ৬৬৮ ডেসিমেল জমি কিনবে, যার জন্য ব্যয় হবে ২০ কোটি টাকা। পাশাপাশি নারায়ণগঞ্জের কাঁচপুরে আরও সাড়ে ৩৩ ডেসিমেল জমি কিনতে ১ কোটি ১৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। চার ধাপে জমিগুলো কেনা হবে এবং সব জমি প্রতিষ্ঠানটির নিজ নামেই নিবন্ধন করা হবে। জমিগুলো কিনে নেওয়া হবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বিস্কুট ও কনফেকশনারি পণ্যের বাজারে একটি পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। এনার্জি, এনার্জি প্লাস, নাটি, টিপসহ কোম্পানিটির বিভিন্ন জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড রয়েছে। পাশাপাশি পালস ব্র্যান্ডের ক্যান্ডিসহ অন্যান্য কনফেকশনারি পণ্যেরও ব্যাপক চাহিদা রয়েছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের সংখ্যা প্রায় ২০ কোটি। ২০২৪ সালের মে মাস শেষে এর ৩২ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ৩৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের, ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ১৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ২,৬০০ কোটি টাকার ব্যবসা করেছে এবং কর পরবর্তী নিট মুনাফা করেছে ১৮৩ কোটি টাকা। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই–মার্চ) প্রতিষ্ঠানটি ২,১৪৩ কোটি টাকার ব্যবসা করে প্রায় ১৫৯ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। শুধু জানুয়ারি-মার্চ প্রান্তিকেই ব্যবসা করেছে ৬৫৩ কোটি টাকার এবং মুনাফা করেছে ৪৩ কোটি টাকা।
জমি কেনার ঘোষণা বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। গতকাল রবিবার শেয়ারবাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম আড়াই টাকা বা প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫২ টাকায়। বিনিয়োগকারীরা এই সম্প্রসারণ পরিকল্পনাকে কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধির সংকেত হিসেবে দেখছেন।