প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের শেয়ার দর হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানির শেয়ারদর ও লেনদেনের এই অস্বাভাবিক প্রবণতার কারণ জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে ১৮ জুন চিঠি দেয় ডিএসই।
কিন্তু এর জবাবে তাওফিকা ফুডস কর্তৃপক্ষ জানায়, শেয়ারের দরবৃদ্ধির পেছনে তাদের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ, কোনো নতুন তথ্য বা ঘোষণা ছাড়াই বাজারে শেয়ারটির দর বাড়ছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লাভেলোর শেয়ার দর গত ২৬ মে থেকে ১৮ জুন পর্যন্ত সময়ের মধ্যে ধারাবাহিকভাবে বেড়েছে। এই সময় শেয়ারটির দাম ৭৮ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১০২ টাকা হয়েছে। এতে মোট ২৩ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ডিএসই কর্তৃপক্ষ। তবে কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এভাবে দর বাড়াকে অস্বাভাবিক বলেই মনে করছে তারা।