কৃষি খাতের আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত, ১ জুলাই থেকে আয়কর রিটার্ন শুরু

প্রতিবেদক: করদাতারা ১ জুলাই থেকে চলতি অর্থবছরের বার্ষিক আয়কর রিটার্ন জমা দিতে পারবেন, যা ৩০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এই বছর করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে। তবে রিটার্ন জমা দেওয়ার সময় বাজেটে আনা পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো, কৃষি খাতের আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।

শহরের অনেকেই জমি কিনে বা লিজ নিয়ে শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদন করছেন। বাণিজ্যিকভাবে কৃষি কার্যক্রমকে উৎসাহিত করতে এই কর ছাড়ের সুযোগ চালু করা হয়েছে। ফলে কোনো করদাতার কৃষি থেকে প্রাপ্ত বার্ষিক আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। এতে কৃষি খাতের উন্নয়ন ও বৃদ্ধি আশা করা হচ্ছে।