কোর ব্যাংকিং আপগ্রেডে এনসিসি ব্যাংকের লেনদেন ৬ দিন বন্ধ থাকবে

প্রতিবেদক: কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডের জন্য বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ৮ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এনসিসি ব্যাংকের সব শাখা ও উপশাখায় লেনদেন বন্ধ থাকবে।

এই সময়ে ব্যাংকের ডেবিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট, বিসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবিসহ সব ধরনের ব্যাংকিং সেবা সাময়িকভাবে অচল থাকবে। ফলে গ্রাহকদের ব্যাংক সংক্রান্ত সব কার্যক্রম এই সময়ের জন্য বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোর ব্যাংকিং সিস্টেমের উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিসি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট (ডিওএস)। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ডিওএসের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে যাতে এই সময়সীমায় কোনো ভোগান্তি না হয়।