
অনলাইন ডেক্স: ক্যানসারের ওষুধ তৈরির কাঁচামাল আমদানির ওপর উৎস কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, এ ধরনের উপাদান আমদানিতে উৎস কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এতে ক্যানসারের ওষুধের উৎপাদন খরচ ও দাম কমবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জিসকা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান বলেন, এ সিদ্ধান্ত ক্যানসারের ওষুধ প্রস্তুতকারক ও রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে। এতে উৎপাদন খরচ কমবে এবং ওষুধ আরও সাশ্রয়ী হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশে ক্যানসারের ওষুধের দাম তুলনামূলকভাবে কম, কারণ আমরা পেটেন্ট বিধিনিষেধ ছাড়াই জেনেরিক ওষুধ তৈরি করতে পারি। এ কারণে অনেক বিদেশি ক্যানসার রোগীও বাংলাদেশে তৈরি ওষুধ কিনতে আগ্রহী।
তিনি জানান, বাংলাদেশে তৈরি ক্যানসারের ওষুধ উচ্চমানসম্পন্ন ও সাশ্রয়ী হওয়ায় তা ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে রপ্তানি করা হয়। নতুন করছাড়ের ফলে এ খাতে উৎপাদন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।