
প্রতিবেদক: শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুরে আয়োজিত ‘ক্যাপস্টোন লিডারশিপ কোর্স ২০২৫/২’ সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি গত ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং বিশেষ স্বীকৃতি অর্জন করেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে পরিচালিত তিন সপ্তাহব্যাপী এই স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রাম মূলত জাতীয় নিরাপত্তা, কৌশলগত ভাবনা ও বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ে অংশগ্রহণকারীদের অন্তর্দৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়ে থাকে। কোর্সটিতে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, করপোরেট নির্বাহী, গণমাধ্যম প্রতিনিধি এবং সিভিল সোসাইটির নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন ও যৌথ বিশ্লেষণের মাধ্যমে দেশের ও বৈশ্বিক প্রেক্ষাপটে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হন।
৩১ জুলাই কোর্স সমাপ্তির দিনে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তারা বলেন, “জটিল ও পরিবর্তনশীল ভূরাজনীতি, জলবায়ু সংকট ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কারভিত্তিক নেতৃত্ব গঠনে ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
একজন করপোরেট উদ্যোক্তা হিসেবে তানভীর আহমেদের এই অংশগ্রহণ তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত মনোভাব ও জাতীয় উন্নয়নের প্রতি দায়বদ্ধতাকে তুলে ধরে।
সংবাদ বিজ্ঞপ্তি