খাতুনগঞ্জে সয়াবিন তেলের কারসাজি, হাতেনাতে ধরা পড়ল ব্যবসায়ীরা

অনলাইন ডেক্স: দেশের অন্যতম বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার, খাতুনগঞ্জে সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি কৃত্রিম সয়াবিন তেলের সংকটের ঘটনা ধরা পড়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা গোপনে কিছু দোকানে লোক পাঠিয়ে সয়াবিন তেলের অবস্থা জানতে চেয়েছিলেন। প্রথমে দোকান মালিকরা দাবি করেন, তেল নেই, তবে পরবর্তীতে অভিযানে তেল পাওয়া যায়, যা প্রমাণ করে যে কিছু অসাধু ব্যবসায়ী মজুত থাকা তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। প্রথমটি ছিল মেসার্স আল আমিন স্টোর, যেখানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয়টি ছিল সাতকানিয়া স্টোর, যেখানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতকানিয়া স্টোরের মালিক অভিযোগ করেছেন যে, কোম্পানির কাছে তাদের চাহিদা অনুযায়ী ১৩শ’ কার্টুন তেল সরবরাহ করা হয়েছিল, তবে তারা শুধুমাত্র ৬শ’ কার্টুন পেয়েছেন। তার মতে, বাকিগুলো পরবর্তীতে আসবে এবং এখনও কাগজপত্র না পাওয়ার কারণে তার ওপর চাপানো জরিমানা অনুচিত।

মালিকরা দাবি করেছেন, তেলের সংকটের মূল কারণ ছিল কোম্পানির কাছ থেকে সময়মতো তেল সরবরাহ না পাওয়া। আল আমিন স্টোরের মালিক শাহজালাল জানিয়েছেন, তারা কয়েক দিন ধরে তেল পাচ্ছেন না এবং কোম্পানি তাদের জানায় যে, আগামী ১৫-১৬ ফেব্রুয়ারির মধ্যে তেল সরবরাহ করা হবে।