
প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সেখানে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফরের পর এক প্রতিবেদনে বলেছেন, “বাংলাদেশ খাদের কিনারায় রয়েছে।” এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “খাদের কিনারায় ছিল, এখন আমরা সেখান থেকে ফিরে আসছি। বাইরের অনেকে সবকিছু না জেনেই লেখেন। তারা নিজেদের মতো করে অনেক কিছু বলেন। অর্থনীতির প্রকৃত অবস্থা আমরা ভালোভাবেই জানি, তাই এসব মন্তব্যে হতাশ হওয়ার কিছু নেই।”
এলডিসি গ্রাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আমরা একটি ‘স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি’ নিয়েছি। এটি এমন নয় যে হঠাৎ করেই পরিবর্তন আসবে। প্লেন যেমন ধীরে ধীরে নামে, তেমনভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, “অন্যান্য দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমাদের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক, যদিও কিছু ভুলত্রুটি থাকতেই পারে।”