গার্মেন্টস শিল্প টিকিয়ে রাখতে গ্যাসের চাপ ও সরবরাহ জরুরি: ফারুক হাসান

প্রতিবেদক: গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে গ্যাসের পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার (১ মে) বিকেলে সাভারের বিরুলিয়ায় আয়োজিত বিজিডব্লিউটিএফ-এর ১৪তম বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, “আমরা গ্যাসের দাম কমানো এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছি। গ্যাস সংকটের কারণে তৈরি পোশাক খাতের প্রায় সব কারখানায়ই এর নেতিবাচক প্রভাব পড়ছে। কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আর যেগুলো চালু আছে সেগুলোতেও কাঙ্ক্ষিত গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না।”

তিনি জানান, যেখানে গ্যাসের চাপে থাকা উচিত ১৫ পিএসআই, সেখানে তা অনেক সময় ২/৩ পিএসআই-তে নেমে আসে, এমনকি শূন্য হয়ে যায়। দেশে গ্যাসের মজুদ ক্রমশ কমে আসছে এবং নতুন কোনো গ্যাস কূপ খননের কার্যক্রমও এখন চালু নেই। এ অবস্থায় বাইরে থেকে এলএনজি ও এলপিজি আমদানি করতে হবে এবং নতুন কূপ খননের মাধ্যমে দেশীয় গ্যাস সরবরাহও বাড়াতে হবে।

ফারুক হাসান আরও বলেন, “গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন কারণে ইতোমধ্যেই অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে কিভাবে সুযোগে পরিণত করা যায়, সে লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে।”

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে গার্মেন্টস ও ওয়াশিং কারখানার কর্মী, বিজিডব্লিউটিএফ-এর সদস্য এবং পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।