
অনলাইন ডেক্স: বিটিএমএর সভাপতি শওকত আজিজ বলেছেন, গ্যাসের দাম দ্বিগুণ হলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাবে, যা বাংলাদেশের বস্ত্র খাতের ভবিষ্যৎ জন্য বিপজ্জনক। তিনি জানান, এমন পরিস্থিতি হলে নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে বিনিয়োগ করতে রাজি হবে না।
তিনি মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, যেখানে বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। সম্প্রতি পেট্রোবাংলা শিল্প ও ক্যাপটিভ খাতের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা বিটিএমএ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি)। প্রদর্শনীতে ৩৩টি দেশের ১,৬০০টি স্টল থাকবে। এখানে টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও এক্সেসরিজ প্রদর্শিত হবে। এছাড়া, টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার এবং ডিটিজি ফ্যাশন শোও অনুষ্ঠিত হবে।
এবারের প্রদর্শনীটি দেশি-বিদেশি পেশাদারদের, উৎপাদকদের ও সরবরাহকারীদের এক ছাদের নিচে নিয়ে আসবে এবং এটি স্থানীয় উদ্যোক্তাদের শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করতে সহায়ক হবে।