গ্যাস সংকটে বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

অনলাইন ডেক্স: গ্যাস সংকটের কারণে মাত্র ৩৮ দিন উৎপাদন চলার পরই ফের অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়।

কারখানার মহাব্যবস্থাপক (পরিচালন) এ বি মাহমুদ জানান, প্রতিদিন ১,১০০ টনের বেশি ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকা এই কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে দৈনিক অন্তত ৪ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে শনিবার সন্ধ্যা থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ওই রাতেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এর আগে, গ্যাস সংকটের কারণে গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ ছিল। শ্রমিকদের কয়েক মাসের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে এ বছর ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়। তবে গ্যাসের চাপ কম থাকায় এবারও পূর্ণমাত্রায় উৎপাদন ব্যাহত হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা জানান, গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সরকারি। কবে সরবরাহ পুনরায় চালু হবে, সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই। তবে এই মৌসুমে সরবরাহ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম বলে তিনি উল্লেখ করেন।